Print Date & Time : 25 August 2025 Monday 2:31 am

মিরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল

মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়ার মিরপুরে উপজেলা প্রশাসনের আযোজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মারুফুল আবেদীন, বিজিওএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত কৃষি অফিসার মতিউর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার জসিম উদ্দিন, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, কুষ্টিয়া র‌্যাবের কোম্পানী কমান্ডার সিপিসি-১ এএইচএম কামরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার সাইফ আহমেদ নাসিম, উপজেলা সমাজসেবা অফিসার জামশেদ আলী, প্রাথমকি অফিসার সিরাজুম মনিরা প্রমুখ। ইফতার পূর্ব দেশ ও জাতীর কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।