Print Date & Time : 11 May 2025 Sunday 10:13 pm

মিরপুরে ওড়না পেঁচানো মা-ছেলের মরদেহ উদ্ধার

মিরপুর প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে বাথরুমে ওড়না পেঁচানো ঝুলে থাকা মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের হালসা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- মনিরা খাতুন (২৮) ও একমাত্র ছেলে আনাজ (৬)। মনিরা খাতুন ওই গ্রামের প্রবাসী তাইজেল বিশ্বাসের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, ‘স্বজনরা মা-ছেলের কোনো সাড়া-শব্দ না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির বাথরুমে ওড়না পেঁচানো মা-ছেলের মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।’

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে।’