মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে উপজেলা পরিষদ ও প্রশাসনের যৌথ উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে করোনা টিকা যথাযথভাবে সম্পাদনের লক্ষ্যে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের সভাপতিত্বে মুঠোফোনে দিকনির্দেশা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব-উল-আলম হানিফ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ আব্দুল হালিম, পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডেরর সাবেক কমান্ডার নজরুল করিম, পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামাব বিশ্বাস মজনু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জুবাইয়া ফারজানা জেরিন, মেডিকেল অফিসার ডাঃ মামুনুর রশীদ মুক্ত। এ সময়ে বক্তব্য রাখেন সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক রবি, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বিশ্বাস, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বিশ্বাস, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুস সালাম, ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুর রহমান মামুন, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল, আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মিলন, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, পোড়াদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম হাসান, সদরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাজেদুল আলম বাচ্চু, চিথলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবলু প্রমুখ বক্তব্য রাখেন।
প্রিন্ট করুন
Discussion about this post