Print Date & Time : 13 September 2025 Saturday 5:23 am

মিরপুরে খাদ্য সামগ্রী বিতরণ

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু এমপি’র পক্ষ থেকে মিরপুরে অসহায় ও অস্বচ্ছল ১শ’ টি পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ১কেজি ডাউল, ১লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন ও ১টি সাবান সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা জাসদের দলীয় কার্যালয় হতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহাম্মদ আব্দুল্লাহ, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল গণি, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মোঃ আফতাব উদ্দিন, মিরপুর উপজেলা জাসদের অন্যতম সদস্য মোঃ আব্দুল জলিল, মোঃ ফরিদ উদ্দিন, আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, আমলা ইউনিয়ন জাসদের সভাপতি আজাম্মেল হক, মালিহাদ ইউনিয়ন জাসদের অন্যতম নেতা মোঃ আব্দুর রহমান, জাতীয় যুব জোট মিরপুর উপজেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ শামীম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।