কুষ্টিয়ার মিরপুরে গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের খালের পানিতে ডুবে জান্নাতি (২০মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১২জুলাই) সকাল ৯টার দিকে মিরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের নওপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু জান্নাতি মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামের রাজন আলীর মেয়ে। সে তার মায়ের সাথে নানার বাড়ি নওপাড়ায় বেড়াতে এসেছিলো।
মিরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অশিত কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকালে বাড়ির পাশে খেলা করার সময় জান্নাতি নামের ঐ শিশু খালের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর খালের মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মহদেহের সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে মিরপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১২ জুলাই ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post