মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মিরপুরে ইউনিয়ন পর্যায়ে গণটিকা দেওয়া হয়েছে। শনিবার (০৭ আগষ্ট) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এই গণটিকা দেওয়া কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই টিকা কার্যক্রমের উদ্বোধন করেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুল হালিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, পৌর মেয়র এনামুল হক, চিথলিয়া ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তল। এছাড়া মিরপুর পৌরসভাসহ উপজেলার ১৩ টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হারুন অর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করিম, সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার প্রমুখ।
উপজেলার ১২ ইউনিয়ন ও ১ টি পৌরসভায় প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এই গণটিকা দেয়া শুরু হয়েছে। পৌরসভা ও ইউনিয়ন গুলোর সাবেক ১নং ওয়ার্ড এ এই টিকা দেয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রে তিনটি বুথে ৬০০ মানুষকে এ টিকা দেয়া হয়। টিকাদান কেন্দ্রগুলোতে মানুষের ব্যাপক উপস্থিতি ছিলো। সুষ্ঠুভাবে টিকাদান কর্মসূচি সফল করতে টিকাদান কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক, ইউপি সচিব, ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post