Print Date & Time : 13 September 2025 Saturday 2:47 pm

মিরপুরে গরীব দু:স্থদের মাঝে খাদ্য বিতরণ

মিরপুর প্রতিনিধি ॥ বিজিবি কুষ্টিয়া সেক্টরের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে। রোববার সকাল ১০টায় উক্ত দিবস উদযাপন উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরে গরীব, দু:স্থ এবং অসহায় পরিবারে মাঝে শুকনা খাদ্য সামগ্রী (চাউল, ডাল, তৈল, লবন, আটা এবং সাবান) বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবি কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দীন মো: জাবেদ, এসইউপি, পিএসসি, জি। এসময় সেক্টর সদরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর সৈয়দ সোহেল আহমেদ এবং ভারপ্রাপ্ত সেক্টর মেডিক্যাল অফিসার মেজর মো: জাহিদ হাসান শোভন উপস্থিত ছিলেন।