মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে জাতীয়তাবাদী ছত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে ছাত্রদলের একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে মিরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে কেক কাটা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র অন্যতম সদস্য আব্দুর রশীদ, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল, সাবেক দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউর হক এমদাদ। এসময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম, ছাত্রনেতা ইমন, মিলন মন্ডল, নাসিম মন্ডল, রাসেল মালিথা, ছাত্রদল নেত্রী তৃষা আক্তার, মহনা খাতুন, মাসুরা খাতুন, আঁখি আক্তার, নীলা, লিজা আক্তার প্রমুখ।

Discussion about this post