মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া মিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সোমবার (১০ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে বিভিন্ন প্রক্রিয়ায় আগুন নেভানোর কৌশল শেখানো হয়।
পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম।
তিনি বলেন, দুর্যোগ আসার আগেই আমাদের আগাম প্রস্তুতি নিতে হবে যাতে করে আমাদের ক্ষয় ক্ষতি কম হয়। সেই সাথে যারা বাসা বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন, তারা সতর্কতার সঙ্গে ব্যবহার করবেন আশা করি। এছাড়াও বর্তমান সময়ে তামাক ঘরে আগুন লেগে তা বসত বাড়িতে ছড়িয়ে পড়ছে বলে উল্লেখিত প্রশ্নের জবাবে তিনি তামাক কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন বলে ব্যক্ত করেন।
এসময় আরো বক্তব্য রাখেন, মিরপুর প্রাণী সম্পদ অফিসার ডাঃ আব্দুল্লাহিল কাফি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জামসেদ আলী, ইউডিএফ পঃ কঃ উত্তম কুমার, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, মিরপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আনিচুর রহমান প্রমুখ। এছাড়াও এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।