Print Date & Time : 12 September 2025 Friday 5:41 am

মিরপুরে ট্রলির ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত

কুষ্টিয়ার মিরপুরে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় ইজিবাইকে থাকা এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইজিবাইক যাত্রীর নাম সাজেদা খাতুন (৬০)। সে কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা ত্রিমোহনী এলাকার মৃত রেজওয়ান মৃধার স্ত্রী।

এ ঘটনায় ইজিবাইকের আরেক যাত্রী মিরপুর উপজেলার বারুইপাড়া এলাকার কুব্বাত আলীর মেয়ে কবিতা (২৩) ও তার নয়মাস বয়সী শিশুকণ্যা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বারুইপাড়া এলাকার কুব্বাত আলীর মেয়ে ও নাতনীকে সাথে নিয়ে একটি ইজিবাইকে বারখাদায় নিজ এলাকায় ফিরছিলেন সাজেদা খাতুন।

এসময় মশান বাজার পার হলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী একটি শ্যালো ইঞ্জিচালিত ট্রলির ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। এতে ইজিবাইকে থাকা যাত্রী সাজেদা খাতুন ঘটনাস্থলেই নিহত হয়। পাশাপাশি ইজিবাইকের দুইজন নারী ও ও শিশু যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠায়।

মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৬ মে ২০২৩