Print Date & Time : 21 August 2025 Thursday 9:23 pm

মিরপুরে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুরে রাজশাহী থেকে খুলনা গামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আব্দুল আজিজ (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভারল রেল ব্রিজে এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল আজিজ পোড়াদহ ইউনিয়নের বেলগাছি এলাকার মৃত আতর মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৮:৩০ মিনিটের সময় রেললাইন পার হবার সময় ট্রেনের নিচে পড়ে ওই ব্যক্তির মৃত্যু  হয়। প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে কেউ চিহ্নিত করতে পারেনি। পরে স্থানীয়রা পোড়াদহ রেলওয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ টি উদ্ধার করে। এ ব্যাপারে নিহতের ভাতিজা মুস্তাকিম বলেন, আমার চাচার মাথায় সমস্যা ছিল। শনিবার বাড়ি থেকে রাগারাগি করে বের হলে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে রোববার সকাল ৯ঃ০০ টায় ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা পোড়াদহ জিআরপি থানায় এসে আমার চাচার লাশ দেখতে পাই। ঘটনা সত্যতা নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে থানার ওসি হারুনুর রশিদ বলেন, সাগরদাঁড়ি এক্সপ্রেস কাটা পড়ে বয়স্ক ব্যক্তিটির মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

কে//দৈনিক দেশতথ্য//সেপ্টেম্বর ২৯,২০২৪//