মারফত আফ্রিদী, মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ স্লোগানে তারুণ্যের উৎসব পালনে উপজেলা পর্যায়ে এ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত মিরপুর উপজেলা প্রশাসন আয়োজিত মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বালক ও বালিকাদের ১০০, ২০০, ৪০০, ৮০০, ১৫০০ মিটার, লং জাম্প, হাই জাম্প, শর্টপুট, ডিসকাস থ্রো এবং ৪০০ মিটার রিলে দৌড় অনুষ্ঠিত হয়।
এর আগে মিরপুর উপজেলার আমলা সদরপুর সুইমিংপুলে সাঁতার প্রতিযোগিতা ও মিরপুর ফুটবল মাঠ থেকে চিথলিয়া পর্যন্ত মিনি ম্যারাথন ও বালিকাদের বালিশ খেলা অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেসা।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুলাহ কাফি সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। পরবর্তীতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post