Print Date & Time : 24 August 2025 Sunday 1:49 pm

মিরপুরে দক্ষতা উন্নয়নে সেমিনার 

মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিতহয়েছে। 

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (৩০ মে) সকালে উপজেলা মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার। 

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সোহেল রানা প্রমুখ। 

সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মুশফিকুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩০ মে ২০২৪