Print Date & Time : 12 September 2025 Friday 3:31 pm

মিরপুরে দুইজনের কারাদন্ড

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালতে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস এ কারাদন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে মাদকাসক্ত সুজন আহমেদ (৩২) কে তিন মাস ও পকেটমার রনি সরকার (৪২) কে পনের দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। অভিযুক্ত মাদকাসক্ত সুজন আহমেদ উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ গ্রামের আব্দুল গরিব মন্ডলের ছেলে। সে নিয়মিত নেশায় আসক্ত ছিল। সে পারিবারের সদস্যদের উপর নিয়মিত অত্যাচার করত। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মিরপুর থানার পোড়াদহ বিট ইনচার্জ অনুপ কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করেন। অপর অভিযুক্ত ব্যক্তি চিহ্নিত পকেটমার রনি সরকার ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের চরগোলাপনগর এলাকার মৃত লতিফ সরকারের ছেলে। সে উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে নিয়মিতভাবে পকেট মেরে আসছিল। বৃহস্পতিবার সকালে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ তাকে রেলওয়ে জংশন এলাকা থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করেছে।