মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. আল মুজাহিদ হোসেন মিঠুর পরিচালনায় এ সময়ে কমিটির সহ-সভাপতি নার্গিস আখতার, সদস্য রাশেদুজ্জামান রিমন, ফিরোজ আহাম্মেদ, আব্দুল মজিদ জোয়ার্দ্দার, জয়শ্রী পাল, আতিকুজ্জামান বিশ্বাস শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন খানের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন সুলতানপুর সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মাওঃ আব্দুল ওয়াহাব। পরে নতুন কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
খুলনা বিভাগের শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হলেন শিরীন
স্টাফ রিপোর্টার।। খুলনা বিভাগের শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হলেন শিরীন সুলতানা। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) ।
এ ছাড়াও তিনি মিরপুর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রোববার (১২ মে) জাতীয় শিক্ষা সপ্তাহ আঞ্চলিক কমিটির আহ্বায়ক খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ ও কমিটির সদস্য সচিব খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষার পরিচালক অধ্যাপক শেখ হারুনর রশীদের যৌথ স্বাক্ষরিত ফলাফলে তিনি প্রথম বারের মত বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। বিকেলে খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ তাকে এ শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য সনদপত্র তুলে দেন।
এছাড়াও তিনি ৩ বার জেলা ও পরপর ৪ বার মিরপুর উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হন। শিরীন সুলতানা ২০১৮ সালে স্কাউট থেকে ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ ক্যাম্প কলকাতায় অংশগ্রহন করেন। গত বছর ১ আগষ্ট তিনি দক্ষিণ কোরিয়ায় ২৫ তম ওয়ার্ল্ড জাম্বুরীতে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি ২০১৯ সালে সরকারি ভাবে আইসিটি বিষয়ের উপর থাইল্যান্ডের ক্যাসার্ট ইউনিভার্সিটিতে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৩ মে ২০২৪

Discussion about this post