Print Date & Time : 15 March 2025 Saturday 3:15 am

মিরপুরে দূর্গা পুজার দায়িত্ব পালনে আনছার ভিডিপি-বাছাই

মিরপুর প্রতিনিধ: মিরপুর উপজেলা আনছার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে শারদীয় “দুর্গাপুজা” উপলক্ষে পুজা মুন্ডপে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনছার ও ভিডিপি সদস্য বাছাই ২ অক্টোবর  ২০২৪ বুধবার সকাল ১০ টার সময় অডিটোরিয়ম হলে অনুষ্ঠিত হয়।

উপজেলা আনছার-ভিডিপি অফিসার রেজোয়ান আহমেদ’র সার্বিক ব্যবস্থাপনায় সদস্যাদের কাগজ পত্র বাছাই করেন খোকসা উপজেলা আনছার -ভিডিপি অফিসার তামান্না ইসলাম, সংযুক্ত মিরপুর উপজেলা আনছার-ভিডিপি অফিসার নুরুল ইসলাম।

এ সময় সার্বিক সহযোগীতা করেন উপজেলা আনছার-ভিডিপি প্রশিক্ষক মিলন উল্লাহ, প্রশিক্ষিকা শারমিন সুলতানা। ১২২ জন পুরুষ এবং ৫২ জন নারী আনছারসহ- মোট ১৭৪ জন   ২৬ টি মন্ডপে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে থাকবেন। তবে পুলিশ কজন থাকবেন তা অবগত নয় কর্মকর্তবৃন্দ। প্রায় ৩০০ জন পুরুষ ও মহিলা সদস্য/স;স্যা বাছাই পর্বে উপস্থিত ছিলেন।

হা/04/1024 dtbangla