Print Date & Time : 13 September 2025 Saturday 2:18 pm

মিরপুরে ধান কাটা মেশিনে প্রাণ গেল কিশোরের

মিরপুর প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটার সময় ওই মেশিনের নিচে চাপা পড়ে মোমিন হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমিন মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী মাঠপাড়া এলাকার মোলাম হোসেনের ছেলে।

আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা জানান, বিকালে অঞ্জনগাছী মাঠপাড়ার মাঠে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটছিলেন কৃষকরা। তখন ধানের খড় কুড়াচ্ছিল মোমিন। এ সময় কম্বাইন হারভেস্টারটি পেছন থেকে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই সে মারা যায়।

এ ব্যাপারে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, স্থানীয়রা কম্বাইন হারভেস্টারটি জব্দ করেছেন। তবে এর চালক পলাতক রয়েছেন।