মিরপুরে পদ্মা উদ্যোক্তা মেলা উদ্বোধন করেন টুরিস্ট পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম।শনিবার সকাল ১১টায় ফিতা ও কেক কেটে মেলার উদ্বোধন করেন ঢাকা রিজিয়ন ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. নাইমুল হক (পিপিএম), এটিএন বাংলার উপদেষ্টা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সংগঠনের নির্বাহী কমিটি ও মেঘনা উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন টিম। এ সময় মেলায় আগত ৫০টি স্টল ঘুরে দেখেন তারা।
পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব এর উপস্থিতিতে ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম উদ্যোক্তাদের আত্মনির্ভরশীলভাবে গড়ে তুলতে নানা দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন। পাশাপাশি গতানুগতিক প্রথা পরিবর্তন করে উদ্যোক্তাদের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন জানিয়ে তিনি বলেন, ফাউন্ডেশনটি সর্বোপরি উদ্যোক্তাদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে ‘ডিজিটাল নলেজ শেয়ারিং প্রকল্প’ নামে সারা দেশে কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছে শত শত উদ্যোক্তাদের।টুরিস্ট পুলিশ এই ধরনের উদ্যোগের সাথে সব সময় পাশে থাকবে বলে তিনি জানান।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post