Print Date & Time : 12 September 2025 Friday 4:44 pm

মিরপুরে পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

 মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩জুন) সকাল ৯টার থেকে উপজেলা অডিটোরিয়ামে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কাশেম জোয়ার্দ্দার। 

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পাট অধিদপ্তরের যশোর অঞ্চলের 

সহকারী পরিচালক গোলাম সরওয়ার, স্থানীয় উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রাশেদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মূখ্য পাট পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস।

দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-পরিচালক ফারুক হোসেন। 

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৩ জুন ২০২৪