মিরপুর, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে পৃথক ২টি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং অগ্নিকান্ডে ২টি পরিবারের পুরো ঘরবাড়িই পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাত ২টার সময় মিরপুর পৌরসভার ০১ নং ওয়ার্ড সুলতানপুরের মৃত আব্দুল আজিজের পুত্র আব্দুল বাতেনের বাড়িতে ও একই সময়ে তালবাড়িয়া ইউনিয়নের মাহাতাবের পুত্র মিন্টুর বাড়িতে এসব অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পরিবারের সমস্ত সহায় সম্বল পুড়ে যাওয়ায় ২টি পরিবারেরই এখন খোলা আকাশের নিচে বাস করতে হচ্ছে। শর্ট সার্কিটের মাধ্যমে ২টি বাড়িতেই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিক ভাবে তদন্তে উভয় বাড়িতে প্রায় ২৩লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Discussion about this post