মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। গত ২৫ ডিসেম্বর দিবাগত রাত থেকে ২৭ ডিসেম্বর দিবাগত রাতের মধ্যে চোরচক্র কর্তৃক চারতলা বিশিষ্ট ভবনের সিড়ি ঘরের তালা কেটে উপরে উঠে ৭টি দরজার তালা ভেঙ্গে এই চুরি সংঘটিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষ শাহ আলম জানান, ওই সময় নৈশ প্রহরী চিকিৎসার জন্য রাজশাহীতে অবস্থান করছিলেন। ২৮ তারিখ সকালে এসে বিদ্যালয় খুলে দেখা যায় বিদ্যালয়ের ওয়াশ রুম এবং অন্যান্য জায়গাতে লাগানো ৮০টি পানির ট্যাব চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। এব্যাপারে মিরপুর থানায় অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহ আলম অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করেন। মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, চুরির ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

Discussion about this post