মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বজ্রপাতে টুনু মন্ডল (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার বারুইপাড়াা ইউনিয়নের ছাইবাড়ীয়া বিলের মাঠে এ ঘটনা ঘটে। নিহত টুনু মন্ডল একই এলাকার মফেজ মন্ডলের ছেলে। সে পেশায় ট্রলি চালক ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে ছাইবাড়ীয়া বিলের মাঠে ধানের চারার বেডে কাজ করছিলেন টুনু মন্ডল ওরফে কুদ্দুস। এমন সময় বজ্রপাতে সে আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর রহমান বলেন, দুপুরে মিরপুর বিলের মাঠে বজ্রপাতে এক যুবক আহত হয়। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।