কুষ্টিয়ার মিরপুরে পাহাড়াপুর বাধাগ্রস্থ শিশু বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বিদ্যালয় চত্বরে ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করা হয়।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য পদপ্রার্থী মনি গ্রুপের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি বলেন, খেলাধুলার মাধ্যমে দেশ ও জাতি বিশ্ববাসীর কাছে সহজেই পরিচিতি লাভ করে। যুব সমাজকে ধংসের হাত থেকে রক্ষা করতে ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। সুষ্ঠু ও সুন্দর জাতি গঠনে লেখা-পড়ার পাশাপশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় শরীর ও মন সুস্থ থাকে। খেলাধুলা বিনোদনের অন্যতম মাধ্যম। তিনি আরো বলেন প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যাতিরেকে দেশের উন্নয়ন সম্ভব নয়।
তাই দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের মুল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বাবলু, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আফতাব উদ্দিন খান, প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, পাহাড়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রহমান, পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা খাতুন প্রমুখ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজ আল আসাদের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শিউলি খাতুন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুল ইসলাম। পরে তিনি মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২১ জুলাই ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post