কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) সংবাদ সম্মেলন করেছে।
শনিবার দুপুরে পুরাতন বাজারস্থ সংগঠনে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মিরপুর উপজেলা বিএনএম’র সভাপতি শেখ আরিফুর রহমান আসন্ন জাতীয় নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে প্রতিদ্বন্দ্বীতার ঘোষণা দেন।
তিনি আরো বলেন সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দল আমাকে মনোনয়ন দিলে আমি জয়ী হবো।
এ সময়ে জেলা বিএনএম’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ অক্টোবর ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post