মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে জাতীয়তাবাদী দল বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে একটি বর্নাঢ্য মোটরসাইকেল র্যালী বের হয়ে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে মিরপুর বাজারের ঈগল চত্বরে বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশে মিলিত হয়।
পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক রহমত আলী রব্বান।
পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খাঁন জিল্লু’র সঞ্চালনে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক বাবু, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক ইব্রাহিম আলী, যুগ্ম সাধারন সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবু, উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী ও উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী।
সমাবেশে বক্তারা বলেন, স্বৈরচার হাসিনা সরকারকে উৎখাত করে অর্জিত স্বাধীনতা রক্ষার্থে যারা জমি দখল, পুকুর দখল, লুটপাট, ব্রীজ-রাস্তার কাজ বন্ধ করে অফিস-আদালতে গিয়ে চাঁদাবাজী করছে তাদের সমূলে দমন করা হবে। বিএনপি এসমস্ত চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিবে। মনে রাখতে হবে ছাত্রদের দ্বারা অর্জিত স্বাধীনতা অর্জন মানেই এসকল অপকর্ম নয়। বিএনপি’র নাম ব্যবহার করে যারা অপকর্মে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করা হবে।
এসময় ধুবইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি বিল্লাল হোসেন, সাধারন সম্পাদক আব্দুস সাত্তার, ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক জিলানী হক, বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক মাসুদুল হক মাসুদ, চিথলিয়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আয়নাল বিশ্বাস, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, ছাতিয়ান ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক দাউদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান কানু, বিএনপি নেতা লুৎফর মেম্বার, আমলা ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন, লাভলু, আব্দুল মালেক, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ইফতেখার আলম শিল্পু, নাসিরুজ্জামান রানা, মিঠু, জিকু, জাহিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান মনি, যুগ্ম আহবায়ক তোজাম্মেল হক, আজিজুল হক, আব্দুল হালিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম, সদস্য পারভেজ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আমিন মন্ডল, নাসিম মন্ডল, আবির হোসেন, মিরপুর মাহমুদা চৌধুরী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিলন মন্ডল, সদস্য পারভেজ, ছাত্রনেতা মোঃ জসিম উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়নের হাজারও নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১২ আগষ্ট ২০২৪