“আপনার নাগলেই পরিচ্ছন্ন হাত” জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর ২০২৩ রবিবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত বিশ্ব হাত ধোয়া দিবসের র্যালী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক পরিদর্শন শেষে উপজেলা পরিষদে শেষ হয়ে। শুরু হয় হাত ধোয়া প্রদর্শনী, অংশ গ্রহন করেন আগত অতিথিবৃন্দসহ শিক্ষার্থী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ কামারুল আরেফিন, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার। মিরপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা পরিষদের প্রায় সকল কর্মকর্তাবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সুলতান হাজি আব্দুর রশীদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমসহ শিক্ষার্থীবৃন্দ।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ২৯,২০২৩//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post