Print Date & Time : 13 September 2025 Saturday 1:58 am

মিরপুরে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ফলজ, বনজ ও ওষুধী গাছের চারা রোপন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৬ আগষ্ট) দুপুরে এসএসসি ১৯৯৩ ব্যাচের উদ্যোগে মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে, মিরপুর মহিলা কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ওষুধী গাছের চারা রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক আজমত আলী, কুষ্টিয়ার ১৯৯৩ ব্যাচের বন্ধু আবদুল কাদের মনির, মিরপুর প্রেসক্লাবের সভাপতি ও এসএসসি ১৯৯৩ ব্যাচের কাঞ্চন কুমার হালদার, গোপাল চন্দ্র দেবনাথ, আবু তালেব, সাবান মন্ডল, হাফিজুর ইসলাম মিরুজ, আসলাম হোসেন, শিবলী আহমেদ, শহিদুল ইসলাম নান্নু, আজিজুল ইসলাম, বিপন, হাফিজুল রহমান, মতিউল ইসলাম টনিক, আসাদুল হক বাবু, মিরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার প্রমূখ। মুজিববর্ষ উপলক্ষ্যে এসএসসি ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থীরা সারাদেশে বৃক্ষরোপন কর্মসুচী হাতে নিয়েছে।