মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ভবনে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম মিরপুর শাখার সভাপতি আবু হুরায়রা স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক শুভীন আক্তার।
মিরপুর শাখার সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের পরিচালনায় এসময়ে সহ-সভাপতি ইলিয়াস হোসেন, রুবেল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পারভীন, অর্থ-সম্পাদক রনি ইসলাম, দপ্তর সম্পাদক মমতাজ বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,১ জুন ২০২৪

Discussion about this post