মারফত আফ্রিদী, মিরপুর:
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম বলেন, মাছ দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। উৎপাদন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশে মাছের উৎপাদন আরও এগিয়ে নিতে হবে। জাতীয় মৎস্য সপ্তাহ শুধু উদযাপন নয় বরং মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে অঙ্গীকারের প্রতিফলন।
তিনি আরো বলেন, ডোবা, নালা, পুকুর ও জলাশয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নদীর মাছ রক্ষায় সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এছাড়াও মৎস্য সম্পদ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি মাছের ক্ষতিকর খাবার ব্যবহার বন্ধ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার ওপর জোর তাগিদ দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জামসেদ আলী, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী প্রমুখ। আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য তিন জন সফল মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়। এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলায় সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।