মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে ষ্টেশনের উন্নয়ন কাজের পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন এ উন্নয়ন কাজ পরিদর্শন করেন। মিরপুর সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, পৌর মেয়র হাজী এনামুল হক, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দারের আর্থিক সহযোগিতায় রেলওয়ে ষ্টেশনের বিশ্রামাগার ও শৌচাগার সংস্কার, যাত্রীদের বসার স্থানের ব্যবস্থা সহ সুপেয় পানি সরবরাহের জন্য সাবমার্সিবল পাম্প বসানো ও পানি সরবরাহ সুবিধা তৈরী সৌর বিদ্যুতের ব্যবস্থা ইত্যাদি কাজ সম্পন্ন অন্তে উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময়ে মিরপুর সম্মিলিত নাগরিক সমাজের সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক নজরুল করিম, মিরপুর প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার, সাধারণ সম্পাদক মজিদ জোয়ার্দ্দার, মিরপুর সম্মিলিত নাগরিক সমাজের সহ-অর্থ সম্পাদক বাবলু রঞ্জন বিশ্বাস, সহ-প্রচার সম্পাদক সুমন মাহমুদ, সদস্য মীর ইসরাইল হোসেন, অধ্যক্ষ রবিউল ইসলাম, আছাদুর রহমান বাবু, রফিকুল ইসলাম জোয়ার্দ্দার, আলম মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন
Discussion about this post