মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলার গৌড়দহ এলাকায় মিরপুরের সমš^য়ক পরিচয় দিয়ে কুষ্টিয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য জাহাঙ্গীর হোসেনকে শ্বশুর বাড়ীতে ডেকে এনে মারধর ও রক্তাক্ত আহত করার অভিযোগ উঠেছে। উক্ত ঘটনায় দুইজন আসামীকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। আটকৃত আসামীরা হচ্ছে মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুর মহল্লার মোহাম্মদ আলী জোয়ার্দ্দারের বড় ছেলে সমীর জোয়ার্দ্দার (২২) ও তার স্ত্রী সুমাইয়া খাতুন (১৯)।
মিরপুর থানা সূত্রে জানা যায়, গত ১৪ই নভেম্বর বিকেল অনুমান ৫টার সময় উপজেলার বারুইপাড়া ইউনিয়নের গৌড়দহ গ্রামে আটককৃত আসামী সমীর জোয়ার্দ্দার এর শ্বশুর বাড়ীতে আসামী সমীর জোয়ার্দ্দার তার সহযোগীদের মাধ্যমে কুষ্টিয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য জাহাঙ্গীর হোসেনকে দেশের সমসাময়িক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক মারধর করে রক্তাক্ত জখম করে। উক্ত ঘটনায় ভিকটিমের আত্মচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার মিরপুর থানায় সমীর জোয়ার্দ্দার, স্ত্রী সুমাইয়া খাতুন, সমীরের শ্বশুর ও শালিকা সহ অজ্ঞাত আরো দুজনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
এব্যাপারে ভিকটিমের ভাই আলমগীর হোসেন বলেন, আমার ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সক্রীয় সদস্য। গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর’ ২০২৪) আমার ভাইকে সমীর জোয়ার্দ্দার মিরপুরের সমš^য়ক পরিচয়ে দাওয়াত দিয়ে তার শ্বশুরবাড়ীতে নিয়ে গিয়ে আসামী সমীর ও তার সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ব্যাপক মারধর করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আমার ভাইকে আমরা হাসপাতালে ভর্তি করি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, মিরপুর উপজেলার গৌড়দহ এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্যকে আটকে রেখে মারধরের ঘটনায় মিরপুর থানায় ৪জনের নাম উল্লেখ করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের হয়েছে। উক্ত মামলায় এক ও দুই নং আসামীকে আমরা অভিযান চালিয়ে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। এবং বাকী আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (১৩/১১/২০২৪) মহাম্মদ আলী জোয়ার্দ্দারের বড় ছেলে সমীর জোয়ার্দ্দার বারুইপাড়া ইউনিয়নের গৌড়দহ গ্রামের জনৈক মহন মালিথার বড় মেয়ে সুমাইয়া খাতুনের সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়লে স্থানীয়রা বিয়ে দিয়ে দেয়। এর পর থেকে সমীর জোয়ার্দ্দার গৌড়দহ গ্রামে শ্বশুর বাড়ীতে অবস্থান করছিলেন।
এহ/16/11/24/ দেশ তথ্য
প্রিন্ট করুন
Discussion about this post