Print Date & Time : 10 May 2025 Saturday 1:42 pm

মিরপুরে স্টুডেন্ট’স কর্ণার স্কলারশীপ প্রোগ্রাম এর ফল প্রকাশ

মিরপুর প্রতিনিধি : কুষ্টিয়া মিরপুরের চিথলিয়া স্টুডেন্ট’স কর্ণার স্কলারশীপ প্রোগ্রাম-২০২৪ এর ফলাফল আজ সোমবার (২০/০১/২০২৫) প্রকাশিত হয়েছে।

সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত স্টুডেন্ট’স কর্ণার স্কলারশীপ প্রোগ্রাম কর্তৃক আয়োজিত গত ২৮-১২-২০২৪ইং তারিখে চিথলিয়া সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজ ক্যাম্পাসে প্রথমিক স্তরের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম এবং মাধ্যমিক স্তরের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে নিম্নলিখিত শিক্ষার্থীরা তাদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলো: ৩০০৬, ৩০০৯, ৫০০৬, এফ-৪০২, এস-৫০২, আর-৫০১ এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো: ৩০০১, এন-৩৭৬, ৫০১৭, টিআর-৫১, ৪০১৪, কে-৬০৪, কে-৬১০, কে-৬১১, টি আর-৭১, টি আর-৭৬, এন-৮০৩, এফ-৮৫১।
আগামি ২৫-০১-২০২৫ ইং তারিখে সকাল ১০টার সময় কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রাপ্তদের মাঝে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হবে। ক্রেষ্ট ও সনদ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্টুডেন্ট’স কর্ণার স্কলারশীপ প্রোগ্রামের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাঃ আব্দুল্লাহেল বাকী, চিথলিয়া সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, চিথলিয়া দাখিল মাদ্রাসা’র ভারপ্রাপ্ত সুপার মোঃ আনোয়ার হোসেন ও চিথলিয়া সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রুনা লাইলা। সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের স্বশরীরে উপস্থিত থেকে ক্রেষ্ট ও সনদ গ্রহণের জন্য বিশেষভাবে বলা হল।