Print Date & Time : 12 September 2025 Friday 8:22 pm

মিরপুরে সড়ক দূর্ঘটনা ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে সড়ক দূর্ঘটনা ও পানিতে ডুবে একই দিনে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২ টায় মিরপুর ফায়ার সার্ভিস ষ্টেশন (জিয়া সড়ক) টু গেটপাড়া সড়কের ফুলবাড়ীয়া আতাতলা মাঠ নামকস্থানে পাখি ভ্যান উল্টে রিয়া (৬) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়। রিয়া মিরপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আদিবাসি সর্দারপাড়ার সজিব সর্দারের কন্যা। অপরদিকে চিথলিয়া ইউনিয়নের মহিষাখোলা গ্রামের আব্দুল মজিদ খাঁর ছেলে আব্দুর রহমান (৮) বাড়ীর পার্শ¦বর্তী পুকুরে শুক্রবার বিকেলে বড় বোন ইরিন (১০) এর সাথে পেপসি’র বোতল নিয়ে খেলা করছিল। এসময় পেপসি’র বোতলটি দূরে সরে গেলে আব্দুর রহমান আনতে গেলে পানিতে তলিয়ে যায়। পরে বড় বোনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আব্দুর রহমানকে মৃত অবস্থায় উদ্ধার করে।