মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে সড়ক দূর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার কুষ্টিয়া বিজিবি সেক্টর “কিছুক্ষণ ক্যান্টিনের” সামনে ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের চাকায় পিষ্ঠ হয়ে এক অজ্ঞাত পথচারী (২০) পুরুষ ঘটনাস্থলেই নিহত হয়েছে। দুর্ঘটনার পরই শ্যামলী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে উল্টে যায়। ওই শ্যামলী পরিবহনে ড্রাইভার, সুপারভাইজার, হেলপারসহ মেহেরপুর ও গাংনী এলাকার ১০ জন যাত্রী ছিল। তবে গাড়ীতে থাকা কেউ নিহত কিংবা গুরুত্বর আহত হননি। ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবি সদস্যদের সহায়তায় শ্যামলী গাড়ীর পিছনের গ্লাস ভেঙ্গে যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়। অপরদিকে একই দিনে সকাল ১০টার দিকে মিরপুরে পল্লী বিদ্যুৎ এর মেইন লাইনের পাশে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমান আলী ওরফে শাম (৬৫) নামে এক জনের মৃত্যু হয়ছে। সে মিরপুর পৌরসভার খন্দকবাড়ীয়া কুঠিপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, নিজ বাড়ির সামনে মেইন লাইনের পাশে গাছের ডাল কাটার সময় তিনি বিদ্যুতায়িত হন। তাৎক্ষনিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকাবহ পরিস্থিতি তৈরী হয়। মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রিন্ট করুন
Discussion about this post