এম আনোয়ার হোসেন নিশি: কুষ্টিয়ার মিরপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস-২৬ মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ ২০২৫ সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেসকাতুল ইসলামএর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ প্রস্তুতি সভায় গঠন মূলক আলোচনা করেন।
পূর্বে র ন্যায় উৎস ও উদির্পনার মধ্য যেন এই স্বাধীনতা দিবস পালিত হয়, তার জন্য উপস্থিত সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাজমূল ইসলাম।