Print Date & Time : 14 September 2025 Sunday 1:36 am

মিরপুরে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

 কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) বিকালে মিরপুর পাইলট মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মাঠে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল কাশেম জোয়ার্দার।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হারুন অর রশিদ, মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ হাবিবুল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, ক্রীড়া সংস্থার রেজাউল হকসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২১ জানুয়ারি ২০২৩