Print Date & Time : 24 August 2025 Sunday 4:36 am

মিরপুর উপজেলার সাগরখালী কলেজ কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত

 মিরপুর (কুষ্টিয়া)সংবাদদাতা: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ কলেজ পর্যায়ে মিরপুর উপজেলার সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজ উপজেলার সেরা হবার পর কুষ্টিয়া জেলারও শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে।

 ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজ ফলাফলের দিক থেকে  ধারাবাহিকভাবে উপজেলার সেরা কলেজ হবার পাশাপাশি এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজটি শ্রেষ্ঠ কলেজ ও অত্র কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম  শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন।

 উল্লেখ্য ২০০৯ ও ২০১৬ সালেও জেলা পর্যায়ে কলেজটি শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছিল।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৮ মে ২০২৪