Print Date & Time : 22 August 2025 Friday 9:50 pm

মিরপুর উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কুষ্টিয়ায় শিক্ষকদের মারধরের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে চাঁদাদাবী ও মারধরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দুই শিক্ষক।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভুক্তভোগী প্রধান শিক্ষক এনামুল ইসলাম ও সহকারী শিক্ষক আমিরুল ইসলাম এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকও এতে অংশ নেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম ও সহকারী শিক্ষক আমিরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরুর আগে মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর হক তাদের কাছে লাখ টাকা চাঁদা দাবী করেন। ওই টাকা না দেয়ায় আব্দুল হক ও তার লোকজন তাদের ওপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করেন। এঘটনায় বিএনপি নেতা আব্দুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও দাবী করেন সংবাদ সম্মেলনে। 

সংবাদ সম্মেলনে তারা আরও দাবী করেন, এসব ঘটনার নেপথ্যে রয়েছেন ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মেগা সুলতানা। তিনি উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল হকের ভায়ের স্ত্রী হওয়ায় জোরপূর্বক প্রধান শিক্ষকের চেয়ার দখল করতেই পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটিয়েছে বলেও দাবি করেন তারা। 

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৯,২০২৪//