Print Date & Time : 14 September 2025 Sunday 11:22 am

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান

মিরপুর প্রতিনিধি॥ গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়া-২, (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু এমপি’র পক্ষ থেকে ৯.৬০ কিউরিক মিটার ৮টি অক্সিজেন সিলিন্ডার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র কর্মকর্তা ডাঃ পিযুষ কুমার সাহার নিকট হস্তান্তর করেছেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী। এসময় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র আসাসিক মেডিক্যাল অফিসার ডাঃ জোবায়দা ফারজানা জেরিন, মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডাঃ মামুনুর রশীদ মুক্ত, মিরপুর উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দীন, মিরপুর উপজেলা জাসদের অন্যতম সদস্য মোঃ ফরিদ উদ্দিন, মিজানুর রহমান মিজান, বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ সাইদুর রহমান মন্টু, আমলা ইউনিয়ন জাসদের সভাপতি আজাম্মেল হক, সাধারন সম্পাদক রবিউল ইসলাম সেন্টু, জাতীয় যুবজোট মিরপুর উপজেলা শাখার সহ-সভাপতি আনারুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ মিরপুর উপজেলা শাখার সভাপতি মীর মুখতিছুর রহমান মির্জা প্রমুখ উপস্থিত ছিলেন।