Print Date & Time : 25 August 2025 Monday 9:44 am

মিরপুর থানায় পুলিশ পরিদর্শকের বিদায় সংবর্ধনা

মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়া জেলার মিরপুর থানার পুলিশ পরিদর্শক (ইন্সেপেক্টর) তদন্ত শফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা প্রদান করেন মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ। 

শফিকুল ইসলাম মিরপুর থানা হতে কুষ্টিয়া জেলা বিশেষ শাখায় বদলী হয়েছেন। ২১- মার্চ ২০২৪ রাত সাড়ে ৯টার সময় থানার হলরুমে এ সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথির কর্ম জীবনের উপর আলোচনা করেন থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, মিরপুর থানার এস আই সুফল সরকার (সেকেন্ড অফিসার) এর পরিচালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন এস আই প্রতাপ কুমার সিংহ। বিদায়ী ইন্সেপেক্টর শফিকুল ইসলাম মিরপুর থানায় যোগদান করেন গত ২৫-০৭-২০২৩ সালে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায় অফিসার শফিকুল ইসলামের কর্ম জীবনের উপর বক্তব্য প্রদান করেন এস আই্ এমদাদুল হক, এস আই অসিত কুমার, এস আই ওসমান গণি, এস আই আবুল কালাম আজাদ, এস আই মুরাদুল ইসলাম, এস আই সোহেলী আক্তার,এস আই দীপন কুমার ঘোষ, এস আই রোকসানা খাতুন, এস আই মাসুম বিল্লাহ, এস আই তুহিন হোসেন,এ এস আই আবু তাহের, এ এস আই সোহাগ, এ এস আই সাজেদুল করিম, এ এস আই মানবেন্দ্র বিশ্বাস, এ এস আই এ কে এম ইমরাম হোসেন, এ এস আই শফিকুল ইসলাম, এ এস আই মামুনুর রশিদ প্রমুখ।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২২ মার্চ ২০২৪