এম আনোয়ার হোসেন নিশি- বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেলার মিরপুর পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত- সুনাম ধন্য বিদ্যাপিঠ মিরপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সহকারী শিক্ষক আশরাফ আলীর কর্মজীবনের বিদায় ও এস এস সি-২০২৪ সালের বিদায় এবং ৬ম (ষ্ঠ) শ্রেণীর শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক গুনি মানুষ ফিরোজ আলী। প্রধান অতিথি মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল কাশেম জোয়ার্দ্দার, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভ’মি হারুন অর রশীদ, থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, অভিভাবক সদস্য সাগল খালি আদর্শ ডিগ্রী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক খাইরুল ইসলাম, মিরপুর মডেল সরকরী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা আক্তার । সহকারী শিক্ষক আহসসান হাবিরেব পরিচালনায় বক্তব্য প্রদান করেন বিদায়ী শিক্ষক আশরাফ আলী, সহকারী প্রধান শিক্ষক মুনতাজ উদ্দিন। সহকারী শিক্ষক মহোদয়ের মধ্যে উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন শিরিন সুলতানা, রোজিনা খাতুন, মাহবুবা নাসরিন, শিরিন সুলতানা, ইমদাদুল হক, শফিকুল ইসলাম, আব্দুল লতিফ, নাজমুল হোসেন, মিজানুর রহমান।
বিদায় বরণ অনুষ্ঠানের প্রধান অতিথি মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল কাশেম জোয়ার্দ্দার বলেন –যেতে নাহি দেব হাই-তবুও যেতে দিতে হয়। অর্জন করেছো তুমি হিরা- মুক্তা চেয়েও বহু দামি সুশিক্ষার জ্ঞান, আগামীর জন্য উপহার দিয়েছেন আশরাফ স্যারসহ সকল ইতি পূর্বের বিদায়ী শিক্ষকবৃন্দ যা আমাদের দিয়ে গেছেন তা কখনও ভুলার নয়। সেই শিক্ষক মহোদয়দের দেওয়া প্রসারিত জ্ঞানের অফুরান্ত ভান্ডার তোমরা একদিন বিলিয়ে দিবে। প্রধান অতিথি আরো বলেন- শুণ্য হাতে এসো জ্ঞানের পাঠ শালায়- নিয়ে যাও তুমি -যা করেছো আয়াত্বে- ছড়িয়ে দাও চারিদিকে,অর্জীত প্রসারিত আলোর প্রদ্বীপ নিয়ে- শহর থেকে- পাড়া গাঁয়ের অবহেলিত সম পিছিয়ে পড়াদের হাত ধরে টেনে তোলো, আর বেকারত্বে অভিশাপ হতে রক্ষা করো-সমাজ- সংসার ও দেশকে। তবে-হা- আজকের একটি স্তর থেকে উচ্চ স্তরে যাওয়ার জন্য নিচ্ছ বিদায়-আলো জ্ঞান অর্জনের জন্য। তোমরা আমাদের মত করে নয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ডিজিটাল বাংলাদেশকে, তোমরা কিন্তু শুরু করবে তোমাদের পরিবার থেকে। নিভু নিভু প্রদ্বীপের আলোয় দেখবে সব খানেই আলোকুত হয়ে গেছে। দেখবে-দেশের কাজে আত্ন নিয়োগ করাতে-কত তৃপ্তি।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৪ ফেব্রুয়ারি ২০২৪
প্রিন্ট করুন
Discussion about this post