কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্বাচিত সভাপতি কাঞ্চন কুমার হালদার ও সচিব আতিকুজ্জামান বিশ্বাস শাকিলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার (২৯ জানুয়ারী) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমনের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্বাচিত সভাপতি কাঞ্চন কুমার হালদার ও সচিব আতিকুজ্জামান বিশ্বাস শাকিলকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মজিদ জোয়ার্দ্দারের পরিচালনায় এ সময়ে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিয়ার রহমান, সুলতানপুর সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ ন ম ফজলুর রহমান, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল ওহাব, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম, প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক ফিরোজ আহাম্মেদ, নির্বাহী সদস্য আছাদুর রহমান বাবু, সদস্য হুমায়ূন কবির হিমু, সাংবাদিক মেজবাউদ্দিন পলাশ, আলম মন্ডল, আশরাফুল আলম হীরা, হাফিজুল ইসলাম, ঢাকা ব্রাদার্স ইউনিয়নের সাবেক অধিনায়ক এবাদত হোসেন কমল, কুষ্টিয়া প্রধান ডাকঘরের পোষ্টাল অপারেটর সোহেল রানা প্রমুখ।
অপরদিকে মিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুর্ধ-১৪ ফুটবলার বাছাই অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্বাচিত সভাপতি কাঞ্চন কুমার হালদার ও সচিব আতিকুজ্জামান বিশ্বাস শাকিল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহিন, নির্বাহী সদস্য এবাদত হোসেন কমল আশরাফুল ইসলাম হীরা প্রমুখ।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post