Print Date & Time : 10 May 2025 Saturday 2:19 pm

মিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লারেব ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে ক্লাব কার্যালয়ে গুণী সাংবাদিক সংবর্ধনা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন।
এতে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব মুর্শেদ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ তৌসিফুর রহমান।
এসময়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা জহুরুল আমীন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক সোহেল রানা, সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, ছাতিয়ান আব্দুর রাফেত বিশ্বাস কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, কাঞ্চন কুমার হালদার, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সাংগঠনিক সম্পাদক আলমগীর মন্ডল, অর্থ-সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক কুদরতে খোদা সবুজ, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আব্দুল মালেক জোয়ার্দ্দার, সদস্য মারফত আফ্রিদী, শেফাইদুল ইসলাম চান্নু, আশরাফুল আলম হীরা, মিলন আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এসময়ে গুণী সাংবাদিক হিসেবে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন ও যুগ্ম-সাধারণসম্পাদক ফিরোজ আহাম্মেদকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে অতিথিবৃন্দ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।