Print Date & Time : 10 May 2025 Saturday 2:53 am

মিরপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সম্মানে পৌর যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় মিরপুর প্রেস ক্লাব হলরুমে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মিরপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন পৌর যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া।
এসময় উপস্থিত ছিলেন মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, আছাদুর রহমান বাবু, সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আলম মন্ডল, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আব্দুল মালেক জোয়ার্দ্দার, সদস্য হীরা, বারুইপাড়া ইউনিয়ন যুবনেতা মাসুম প্রমুখ। ইফতার মাহফিল পূর্ব দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।