চাঁদাবাজি,সন্ত্রাস,দূর্ণীতি ও মাদকমুক্ত বাজার কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় করেছেন আতাহার আলী।
কুষ্টিয়ার মিরপুর পুরাতন বাজার কমিটির মেয়াদ উর্ত্তীর্ণ হয়েছে ৫ মাস আগে। এডহক কমিটিও গঠিত হয়নি। তাই নতুন কমিটি গঠনের লক্ষ্যে মিরপুর বাজারে মতবিনিময় করেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মিরপুর বাজারের ব্যবসায়ী আতাহার আলী।
এসময় তিনি মিরপুর বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন – বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক ও সন্ত্রাসের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
এজন্য মিরপুর পুরাতন বাজার চাদাবাজি, দূর্ণীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে স্বচ্ছ বাজার কমিটি গঠন করতে হবে। এখানে সবাই যাতে নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার মধ্যে থেকে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারে সে জন্য সবাইকে ভালো কমিটি গঠনে ভূমিকা রাখবে হবে।
এবি//দৈনিক দেশতথ্য//মে ২১,২০২৩//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post