মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে ২০২৪-২৫ সেশনের একাদশ শ্রেণী ও সম্মান প্রথম বর্ষের ২০২৩-২৪ সেশনের ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার মাহমুদা চৌধুরী কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্ন্ছো দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ বক্তব্য রাখেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো ফারুক হোসেন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শাহ আক্তার, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাজিজুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এনায়েত হোসেন, প্রভাষক সাবিনা ইয়াসমিন, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক জান্নাতুল ফেরদৌস, প্রভাষক আমিরুল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আশরাফুজ্জামান, প্রভাষক আকতারুজ্জামান, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক রহিমা খাতুন, প্রভাষক মেহেদী হাসান, প্রভাষক ইয়ারুল ইসলাম, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক আজমত আলী, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আয়েশা খাতুন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক ইফ্তেখার মাহমুদ, ফাহমিদা আক্তার, প্রভাষক জাহিদুর রহমান, গনিত বিভাগের প্রভাষক রুবায়েত হোসেন ও প্রভাষক ফারুক হোসেন। এছাড়াও নবাগত শিক্ষার্থীসহ কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক শরিফুল ইসলাম ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রেজাউর রহমান।
অনুষ্ঠান শেষে ঈদে মিলাদুন্নবী(স:) উপলক্ষে আয়োজিত কুইজ ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য //২৭ সেপ্টেম্বর, ২০২৪//