সেলিম আহামেদ তাক্কু: কুষ্টিয়ার মিরপুর কচুয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবঃ মোঃ আমান উল্লাহ, নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবঃ মোসাঃ লুৎফন আরা খাতুন ও গোবিন্দ গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চঃদাঃ)অবঃ তপন কুমার পাল এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মোঃ শাহিনুল ইসলাম এর সঞ্চালনায় মোছাঃ সেলিনা খাতুন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ মাসুদ রানা উপজেলা শিক্ষা অফিসার মিরপুর।
বিশেষ অতিথি মোঃ নুরুজ্জামান ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার মিরপুর, সকল সহকারী উপজেলা শিক্ষা অফিসার যথাক্রমে খন্দকার মোঃ শেফাইনুর আরেফিন, সৈয়দ মাসুদুল ইসলাম, এস এম আবুল ফজল, মোঃ রবিউল ইসলাম, সৈয়দ আলিফ আহাম্মেদ ও মোঃ রেজাউল করিম প্রধান শিক্ষক, কুরিপোল মাধ্যমিক বিদ্যালয়।
শিক্ষকদের মধ্য থেকে স্মৃতিচারণ করেন মোঃ আবুল কাশেম প্রধান শিক্ষক হাজী আব্দুর রশীদ মেমোরিয়াল সপ্রাবি, মোঃ আসাদুজ্জামান প্রশি(চঃদাঃ) ধুবইল সপ্রাবি মোঃ আব্দুল গাফফার সহশি মিরপুর মডেল সপ্রাবি, মোঃ আবুল কালাম আজাদ সহশি গোবিন্দগুনিয়া সপ্রাবি।
বিদায়ী অতিথিদের স্মৃতিচারণে মানপত্র পাঠ করেন মোছাঃ সুলতানা পারভীন সহশি নওপাড়া সপ্রাবি।
উপ-কমিটির আহবায়ক ও সদস্যগণ অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত করেন এছাড়াও সদর ক্লাস্টারের সকল শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
হোস্ট স্কুলের প্রধান শিক্ষক মোছাঃ মাজেদা খাতুনসহ কুরিপোল সপ্রাবি এর সকল সহকারী শিক্ষককে ধন্যবাদ জানিয়ে বিদায়।
দৈনিক দেশতথ্য//এল//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post