নিজস্ব প্রতিবেদক ঃ-
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও টানা চার বারের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. একাব্বর হোসেনের সুস্থতা চেয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অফিসার্স ক্লাব এ দোয়া মাহফিলের আয়োজন করে। । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মীর্জা জুবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মশিউর রহমান ও মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদসহ দোয়া মাহফিলে উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পরে এমপির রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা চেয়ে বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য যে, গত ১৮ অক্টোবর বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি অসুস্থ্য হয়ে রাজধানী ঢাকায় সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post