মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসরকালিন আর্থিক সহায়তা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার ১৮ জুলাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি উপজেলা শিক্ষক সমিতির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতিদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমানের সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মীর আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ মিয়া, সাবেক প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন আল আজাদ, প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন, মো. কামরুল হাসান, সাবেক ভিপি মো. ফরহাদ হোসেন প্রমুখ। পরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে অবসরকালিন নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করে সম্মান জানান অতিথিবৃন্দ।