মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
অবৈধভাবে নদীর তীর, পাহাড়ের টিলা ও ফসলি জমির মাটি কাটায় অভিযুক্তদের জরিমানা করা হয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুর উজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় মাটি কাটার যন্ত্রসহ মাটি চোরদের আটক করে কয়েক লাখ টাকা জরিমানা করেন।
আজ শুক্রবার (২৬ জানুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিস সুত্র জানায়, একটি চক্র মির্জাপুর উপজেলার পাহাড়ি এলাকা গোড়াই, লতিফপুর, তরফপুর, আজগানা ও বাঁশতৈল ইউনিয়নের পাহাড়ের টিলার লাল মাটি চুরি করে কেটে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এতে এলাকার পরিবেশের বিপর্যয় নেমে এসছে এবং রাস্তাঘাটেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে পাহাড়ের লাল মাটি অবৈধ ভাবে চুরি করে কাটার অপরাধে মাটি কাটার যন্ত্রসহ মাটি চোরদের আটক করে দুই লাখ টাকা জরিমানা করেন।
অপর দিকে একই দিন বহুরিয়া ইউনিয়নের চান্দুলিাসহ কয়েকটি এলাকায় ফসরি জমি ও নদীর মাটি কাটার অপরাদে এক মাটি চোরকে আটক করে এক লাখ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এর আগে উপজেলার জামুর্কি ইউনিয়নের উফুলকী গ্রামে নদীর তীল কাটায় এক মাটি চোরকে আটক করে এক লাখ টাকা জরিমানা এবং এক মাসের কারাদন্ড দিয়েছেন মোবাইল কোর্টের বিচারক।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান বলেন, মির্জাপুর উপজেলায় পাহাড়ের লাল মাটির টিলা এবং নদীর তীরসহ ফসলি জমির মাটি চুরির সঙ্গে যারা জড়িত তাদের কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না। অভিযান পরিচালনা হচ্ছে এবং জেল জরিানা করা হচ্ছে। মাটি চুরি বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এ অভিযান চলমান থাকবে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post